ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরের চরাঞ্চলে ৩টি সেতুর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৩ মে ২০১৭

মাদারীপুরের জনবিচ্ছিন্ন পদ্মার চরাঞ্চলে ৩টি সেতু উদ্বোধন ও ভিত্তি প্রস্তরের মধ্যে দিয়ে যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করলেন আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি পদ্মার চরাঞ্চলের দুইটি ইউনিয়নে এসকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন।

জানা যায়, শনিবার সকালে জেলার শিবচর উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পদ্মার চরাঞ্চল বন্দরখোলা ইউনিয়নের মালেরহাট থেকে সূরারহাট পর্যন্ত আড়িয়াল খা নদের উপর প্রায় ৯ কোটি টাকা ব্যায়ে নির্মিত একটি সেতুর উদ্বোধন করেন নূর-ই আলম চৌধুরী।

এরপর তিনি একই ইউনিয়নের শিকদারহাটে একই নদের উপর প্রায় ৯ কোটি টাকা ব্যায়ে একটি সেতু ও মাদবরচর ইউনিয়নের মাদবরচরহাট থেকে চরজানাজাত পর্যন্ত প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে একটি সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই সেতু ৩টি নির্মাণের কারনে পদ্মার এই জনবিচ্ছিন্ন চরাঞ্চলের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হলো।

পরে দুপুরে বন্দরখোলা ইউপি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নূর-ই আলম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে নিজস্ব অর্থায়নে আগামী ২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতু সম্পন্ন হবে। আর পদ্মাসেতু সম্পন্ন হলে এই চরাঞ্চলেই হাইটেক পার্ক, অলিম্পিক ভিলেজ, বঙ্গবন্ধু স্যাটেলাই সিটিসহ বিভিন্ন মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার।

নাসিরুল হক/এফএ/আরআইপি