ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল স্কুলের মালামাল

প্রকাশিত: ১১:০০ এএম, ১৩ মে ২০১৭

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের কামারহাট এলাকার রোকেয়া আলম প্রি-ক্যাডেট স্কুলে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির অফিসসহ ৫টি শ্রেণিকক্ষে থাকা আসবাব ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।

শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদেও (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পুস্পবরণ চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকাবাসীসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক কফিল উদ্দিন ও মাসুদ আলম জানান, ভোরে স্কুলের ভেতর থেকে আগুনের ধোঁয়া বেরুতে দেখে স্থানীয় লোকজন তাদের খবর দেয়। আগুন নিয়ন্ত্রণ আনার আগেই অফিসের কাগজপত্র, আসবাবপত্র এবং শ্রেণিকক্ষগুলোর চেয়ার-টেবিলসহ অন্যন্য মালামাল পুড়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, শনিবার শিক্ষা-প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অডিট হওয়ার কথা ছিল। কিন্তু আগুনে অফিসে কক্ষের কাগজপত্র পুড়ে যাওয়ায় তা আর হয়নি। অনিয়ম থেকে রক্ষা পেতে প্রতিষ্ঠানে জড়িত দুর্নীতিবাজ কেউ পরিকল্পিতভাবে আগুন দিতে পারে। স্থানীয়রা এ ঘটনাকে রহস্যজনক বলে অভিহিত করেছেন।

রোকেয়া আলম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. নুরনবী বলেন, স্কুলে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১৮২ ছাত্রছাত্রী রয়েছে। শবে বরাতের বন্ধের পর শনিবার স্কুল খোলা ছিল। কিন্তু দুর্বৃত্তদের আগুনের প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়। এতে শিক্ষা স্বাভাবিক কার্যক্রম হচ্ছে না। তবে কী কারণে, কারা আগুন দিয়েছে তা নিশ্চিতভাবে জানাতে পারেন তিনি।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পুস্পবরণ চাকমা বলেন, ক্ষতিগ্রস্ত স্কুলটি পরিদর্শন করেছি। এটি পরিকল্পিত নাশকতা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হবে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

কাজল কায়েস/এএম/জেআইএম