ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্নীতির অভিযোগকে ‘ষড়যন্ত্র’ দাবি নবীনগরের মেয়রের

প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১৪ মে ২০১৭

কাউন্সিলরদের উত্থাপিত দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মো. মাঈন উদ্দিন।

গত শনিবার ‘মেয়রের দুর্নীতির বিরুদ্ধে এককাট্টা কাউন্সিলররা’ শিরোনামে জাগো নিউজে প্রকাশিত প্রতিবেদন বিষয়ে তিনি এ দাবি করেন।

মেয়র মাঈন উদ্দিন জাগো নিউজের কাছে দাবি করেন,  ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের দিক-নির্দেশনাতেই পৌরসভার সব উন্নয়নকাজ পরিচালিত হয়ে আসছে। আমার জনপ্রিয়তা ও সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই কুচক্রী মহলই কাউন্সিলরদের উসকানি দিয়ে আমার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ দাখিল করিয়েছে।’

তিনি জানান, পৌরসভার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া গ্রামের ইদন মিয়ার বাড়ি থেকে আলীয়াবাদ পশ্চিমপাড়া পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ প্রকল্পের জন্য সাংসদ ফয়জুর রহমান বাদল তার ব্যক্তিগত তহবিল থেকে ১০ লাখ টাকা দিয়েছেন। পৌর কাউন্সিলরদের সবার সিদ্ধান্তে এবং নিয়ম মেনে দরপত্র আহ্বান করে পুরো প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ সঠিক নয়।

তিনি আরও বলেন, কাউন্সিলরদের লিখিত অভিযোগে উল্লেখিত রোলার মেশিনের ভাড়া ও কসাইখানা থেকে আদায়কৃত রাজস্বের অর্থ আত্মসাতের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা। এসব অর্থ পৌরসভার নিজস্ব ব্যাংক হিসাবেই জমা রয়েছে। তবে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে সত্যতা পেলে যে ব্যবস্থা নেয়া হবে সেটি আমি মাথা পেতে নেব।

এর আগে গত বৃহস্পতিবার মেয়র মাঈন উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেন ১০ জন কাউন্সিলর।

অভিযোগকারীরা হলেন, পৌরসভার প্যানেল মেয়র মো. কবির হোসেন, কাউন্সিলর দেলোয়ার হোসেন, রমজান আলী, দ্বীন ইসলাম, যদুনাথ ঋষি, জাহাঙ্গীর আলম, রশিদা বেগম, আবু ছায়েদ, রেহেনা খাতুন ও আবু হানিফ।

আজিজুল সঞ্চয়/এসআর/এমএস