ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ আটক ২

প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৬ মে ২০১৫

যশোরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ দুইকে আটক করেছে। বুধবার ভোরে যশোরের ঝিকরগাছা উপজেলার রেল ব্রিজের কাছে সোহাগের মাদক স্পটে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।  

আটকরা হলেন, ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের রেজাউল করিমের ছেলে মেহেদি হাসান সোহান (২৩) ও পুরন্দপুর গ্রামের আরিফ শেখের ছেলে আমির হোসেন (২৫)।

বুধবার দুপুরে যশোর র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং এ স্কোয়াডন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঝিকরগাছা উপজেলার রেল ব্রিজের পাশের সোহাগের মাদক স্পটে অভিযান চালায়। এসময় সোহান ও আমির হোসেনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি ম্যাগজিনসহ একটি ৭ দশমিক ৬৫ এম এম পিস্তল, ৮ রাউন্ড গুলি, দুই রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, ৯৫ পিচ ইয়াবা, ২৭২ গ্রাম হেরোইন, ২১ হাজার ৩৯০ টাকা, ১শ কানাডিয়ান ডলার, ১২শ ইন্ডিয়ান রুপি, ১টি ভারতীয় আইডি কার্ড, ৩টি মোবাইল ফোন সেট, ১ টি এয়ারগান, ৬টি ফেনসিডিল, ৪টি মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরও ৫/৬জন দুর্বৃত্ত পালিয়ে যায়।

এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।

মিলন রহমান/এসএস/পিআর