ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে আ.লীগ নেতা দুলাল আর নেই

প্রকাশিত: ১১:২২ এএম, ১৪ মে ২০১৭

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন চৌধুরী দুলাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল সোমবার সকাল ১০টায় রায়পুরের সোনাপুর গ্রামের বাড়িতে নামাজের জানাজা শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বর্ণাঢ্য জীবনের অধিকারী তোজাম্মেল হোসেন চৌধুরী দুলাল বেগম খালেদা জিয়ার সঙ্গে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

প্রবীণ এ নেতার মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন গভীর শোক প্রকাশ করেছেন।

কাজল কায়েস/এমএএস/পিআর