নোয়াখালীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৫
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ অন্তত ৫জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছেন, গাবুয়া গ্রামের রেজাউল হকের ছেলে আব্দুস সোবহান (৫৫), জামাল উদ্দিন মাসুদের মেয়ে উম্মে হাফজা (৪), মোবারক (১০) ও শামিমসহ (৮) অন্তত ৫জন।
এলাকাবাসী জানায়, বুধবার সকাল ৮টার দিকে ওই পাগলা কুকুর একলাশপুর বাজারে এসে আব্দুস সোবহান, হাফজা, মোবারককে কামড়িয়ে জখম করে । কুকুরটি এর আগে মঙ্গলবার সন্ধ্যায় গাবুয়া বাজারে দুই পথচারীকে কামড়িয়ে আহত করে। আহতদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাজার ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, কুকুরের কামড়ে আহত অবস্থায় ৫/৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের সবাইকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে পর্যাপ্ত পরিমানে জলাতঙ্ক রোগের টিকা নেই।
একলাশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান জানান, পাগলা কুকুরটি নিধনের জন্য স্থানীয় লোকজনকে নিয়ে চেষ্টা চালানো হচ্ছে।
মিজানুর রহমান/এসএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪