লক্ষ্মীর চিকিৎসা করাবে ভালোবাসার মঞ্চ
হাইড্রোসেফালাস (মাধা বড়) রোগে আক্রান্ত ১১ মাস বয়সী শিশু লক্ষ্মী রানীকে নিয়ে সব সময় মন খারাপ করে থাকতেন মা সীমা রানী। সংসারের অভাবের কারণে মেয়ের চিকিৎসা করাতে পারছিলেন না তিনি ও তার স্বামী। সম্প্রতি তাদের এই দুর্দশা নিজের ফেসবুকে তুলে ধরেন জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম।
এরপরই বিষয়টি নজরে পড়ে আমেরিকাস্থ বাংলাদেশিদের গড়ে তোলা সংগঠন ভালোবাসার মঞ্চ`র। তারা ফেসবুকে লক্ষ্মী রানীর বিস্তারিত কাহিনি জেনে সাংবাদিক আকরামুলের সঙ্গে যোগাযোগ করেন। সেই সঙ্গে লক্ষ্মী রানীকে সুস্থ করে তুলতে যাবতীয় ব্যয়ভার বহনের কথা জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা (নাম প্রকাশ না করার অনুরোধ)।
20170514214638.jpg)
এ সপ্তাহেই লক্ষ্মী রানীকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সার্বিক ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। তার যাবতীয় দেখভালের দায়িত্বে থাকবেন সংগঠনটির সাতক্ষীরা শাখার প্রতিনিধি ও জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম। এবার হয়তো লক্ষ্মীর মায়ের মুখে হাসি ফুটবে।
পরিবার সূত্রে জানা যায়, হাইড্রোসেফালাস (মাধা বড়) রোগ নিয়েই জন্ম নেয় শিশু লক্ষ্মী রানী। বর্তমানে তার বয়স ১১ মাস। সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া দাসপাড়া গ্রামের বলরাম দাসের মেয়ে সে।
জন্মের সময় মাথা ছোট থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বড় হয়ে গেছে মাথাটি। দিনমজুর বাবার পক্ষে এতদিনেও চিকিৎসা করা সম্ভব হয়নি লক্ষ্মীর।
20170514214635.jpg)
লক্ষ্মীর বাবা বলরাম দাস জাগো নিউজে বলেন, ‘অনেকদিন আগে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম লক্ষ্মীকে। ডাক্তার বলেছেন অনেক টাকা লাগবে। এটা শুনে আর চিকিৎসা করাতে পারিনি।’
স্থানীয় জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু জানান, পরিবারটি খুব অসহায়। জন্মের পর থেকে বাচ্চাটার মাথাটা অনেক বড় হয়ে গেছে। পরিবার থেকে চিকিৎসার কোনো উদ্যোগ না নেয়ায় আমরাও আর তাকে নিয়ে ভাবিনি।
আকরামুল ইসলাম/এমএএস/জেআইএম