রাজবাড়ীতে মাদক চক্রের গডফাদার রাসেল আটক
রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া থেকে মাদক ব্যবসায়ী ও মাদক চক্রের গডফাদার রাসেল শেখকে (৩২) অাটক করেছে রাজবাড়ী ডিবি পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ১টি অস্ত্র, ১টি কার্তুজ ও ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমাবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিবি পুলিশ। অাটক রাসেল রাজবাড়ীর পাঁচুরিয়া ইউনিয়নের অান্দার মানিক এলাকার মৃত জুলহাস শেখের ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. ওবাইদুর রহমান জানান, গতকাল সন্ধ্যার অাগে একটি মামলায় পাঁচুরিয়ার অান্দার মানিক এলাকা থেকে রাসেলকে অাটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে একটি অস্ত্র, ১টি কার্তুজ ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে মাদক ব্যবসায়ী ও মাদক চক্রের একজন গডফাদার।
মাদক ও অস্ত্র অাইনে রাসেলের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম