সুন্দরবনে ৫ জেলে অপহরণ
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মান্দারবাড়িয়া এলাকা থেকে ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু বড়ভাই বাহিনী। এসময় তাদের ব্যবহৃত ৩টি নৌকা, আহরিত মাছ ও জালসহ আনুষাঙ্গিক জিনিসপত্র লুট করেছে তারা। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে মজিদ আলীর ছেলে করিম, টেংড়াখালী গ্রামে হোসেন গাজীর ছেলে বাসার গাজী, পার্শ্বেখালি গ্রামে সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর, একই গ্রামের আজগার সরদারের ছেলে সাঈদ সরদার ও আনিসুর শেখের ছেলে হোসেন শেখ।
পার্শ্বেখালি গ্রামে হযরত শেখের ছেলে শাহাজান জানান, বনবিভাগ থেকে পাশ নিয়ে এসব জেলেরা মাছ ধরার জন্য গিয়েছিলো। ভোররাতে এদের অপহরণ করা হয়েছে। বনদস্যু বড় ভাই বাহনী ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বনদস্যু বড় ভাই বাহিনী। ৩টি নৌকা, আহরিত মাছ ও জালসহ আনুষাঙ্গিক জিনিসপত্র লুট করেছে বনদস্যুরা।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মাকসুদ আলম বলেন, জেলে অপহরণের বিষয়ে কেউ এখনও অভিযোগ করেননি।
আকরামুল/এমএএস/পিআর