ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইগাতী থেকে অপহৃত ভারতীয় কিশোর উদ্ধার

প্রকাশিত: ০২:৫৩ এএম, ১৬ মে ২০১৭

শেরপুরে ঝিনাইগাতী থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত এক ভারতীয় কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এসময় এক অপহরণকারীকেও পুলিশ আটক করেছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলার আহমদ নগর এলাকা থেকে অপহৃত কিশার বাজিয়াড সিয়েনলাইকে (১৭) উদ্ধার ও অপহরণকারী আলম মিয়াকে (৩০) গ্রেফতার করে পুলিশ।

রাত ১১টার দিকে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণকারী আলম মিয়া ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভালুকাপাড়া থানার আব্দুল মান্নানের ছেলে। অপহৃত কিশোর বাজিয়াড সিয়েনলাই ভারতীয় নাগরিক। সে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী সিলং-এর নংস্টইন জেলার মেইরাং গ্রামের রেজো ডেসালোমইটের ছেলে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, সুনামগঞ্জ জেলার ভারত সীমান্ত থেকে গত তিনদিন আগে ভারতীয় ওই কিশোরকে অপহরণ করে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তাকে শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অপহরণকারিরা লুকিয়ে রেখেছে বলে ভারতের মেঘালয় পুলিশের ডিআইজির তরফ থেকে শেরপুরের পুলিশ সুপারকে বার্তা পাঠানো হয়।

পরবর্তীতে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে সোমবার রাতে ঝিনাইগাতী আহমদ নগর এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ভারতীয় কিশোরকে উদ্ধার করা হয়।

তিনি জানান, এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আরও কারা কারা জড়িত তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

হাকিম বাবুল/এফএ/জেআইএম