ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় বিএনপি নেতাসহ গ্রেফতার ২৯

প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৬ মে ২০১৭

সাতক্ষীরায় কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়ন বিএনপির সম্পাদক ডা. শফিকুল ইসলামসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন, সাতক্ষীরা সদর থানার আটজন, কলারোয়া থানার ছয়জন, তালা থানার তিনজন, কালিগঞ্জ থানার দুইজন, শ্যামনগর থানার একজন, আশাশুনি থানার তিনজন, দেবহাটা থানার একজন ও পাটকেলঘাটা থানার পাঁচজন।

জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম