ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: ১০:১০ এএম, ১৬ মে ২০১৭

নাটোর শহরের হুগোলবাড়িয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, দুপুরে খুলনা থেকে চিলাহাটিগামী রুপসা ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয় সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নুরু জানান, এটি আত্মহত্যা হতে পারে অথবা কোনো কারেণ মেয়েটি ট্রেনের সামনে চলে গেলে মেয়েকে বাঁচাতে গিয়ে মা কাটা পড়েন।

নাটোর রেল স্টেশনের ম্যানেজার অশোক কুমার ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস