নরসিংদী থেকে ছিনতাই ২২৭ বস্তা চিনি নাটোরে উদ্ধার
নরসিংদীর বেলাবো থেকে ছিনতাই হওয়া ৩২০ বস্তা চিনির মধ্যে ২২৭ বস্তা চিনি নাটোরের বড়াইগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে বড়াইগ্রাম উপজেলার দ্বারীখৈর সাবের বাজারের ভাই ভাই স্টোরের গোডাউন থেকে পুলিশ এ চিনির বস্তাগুলো উদ্ধার করে।
এসময় ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ জুয়েল রানা মধু (২৪) ও হাসান মাহমুদকে (২৭) নামে দুইজনকে আটক করেছে। জুয়েল রানা বড়াইগ্রাম উপজেলার কিষ্টপুর গ্রামের লালন প্রামানিকের ছেলে এবং হাসান মাহমুদ লালপুর উপজেলার তিলকপুর গ্রামের আদম আলীর ছেলে।
বনপাড়া তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আলী জানান, ৩২০ বস্তা চিনিসহ একটি ট্রাক ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে নরসিংদীর বেলাবো থানা এলাকায় গত ৩০ এপ্রিল ট্রাকটি ছিনতাই হয়। পরবর্তীতে ২ মে লালপুরের পুকুরপাড়া গ্রামের ট্রাকচালক আমিরুল (৩০) ও বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের ট্রাকচালক বাবুকে (৩৫) গ্রেফতার করা হয়। নরসিংদীর বেলাবো থানার পুলিশ সেখাকার আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, বনপাড়া তদন্তকেন্দ্রের পুলিশ ও নরসিংদীর বেলাবো থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে রাতে ২২৭ বস্তা চিনি উদ্ধার এবং ২ জনকে আটক করেন।
এ ব্যাপারে দ্বারীখৈর সাবের বাজারের ভাই ভাই স্টোরের গোডাউনের মালিক লালন প্রামানিক জানান, আমি ব্যবসায়ী। গতানুগতিকভাবে ক্রয়-বিক্রয় করি। অনুরূপভাবে ১ মে বেলা ১০টার দিবে কথিত আমিরুলের কাছ থেকে চিনি ক্রয় করি। সে চিনি ছিনতাই করা কিনা তা আমার জানা নেই।
এসএস/পিআর