ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড বগুড়া, বিলবোর্ড ভেঙে নিহত ১

প্রকাশিত: ১২:১০ পিএম, ১৬ মে ২০১৭

বগুড়া শহর ও বিভিন্ন উপজেলার উপর দিয়ে প্রচণ্ড বেগে ঝড় বয়ে গেছে। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও শিলা বৃষ্টি হয়েছে। পাঁচ মিনিটের এই ঝড়ে শহরতলির চারমাথা এলাকায় একটি বিলবোর্ড ভেঙে পড়লে চাপা পড়ে আবদুস সাত্তার নামে (৬০) এক পান দোকানদার মারা গেছেন। এছাড়া বিভিন্নস্থানে গাছপালা উপড়ে পড়েছে। কাঁচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জমিতে থাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার রাত ৮টা পর এ ঘটনা ঘটে।

ঝড়ের কারণে গাছে থাকা বিপুল পরিমাণ আম ঝড়ে পড়েছে। ঝড়ের পরপরই বিদ্যুৎ চলে যায়। পুরো শহরে ভুতুরে অবস্থার সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলা শহর ও উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
Bogra
বগুড়া আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার নুরুল ইসলাম জানান, সোমবার রাত ৮টা ২মিনিটে বৃষ্টি ও শিলা বৃষ্টি শুরু হয়। রাত ৮টা ১২ মিনিট থেকে ৮টা ১৭ মিনিট পর্যন্ত ৫ মিনিট পর্যন্ত ঘণ্টায় ৯৮ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। রাত ৮টা ২মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাত ১০টার দিকে আবার হঠাৎ করে প্রচণ্ড বেগে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়।
Bogra
সদর থানা পুলিশের ওসি (তদন্ত) আসলাম আলী ও প্রত্যক্ষদর্শী কাহালুর শফিকুল ইসলাম শফিক জানান, ঝড়ের সময় শহরতলির চারমাথা এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্বপাশে একটি বড় বিলবোর্ড ভেঙে যায়। বিলবোর্ডটি নিচে পানের দোকানের উপর পড়ে। এতে দোকানি ছোট কুমিড়া গ্রামের আবদুস সাত্তার ঘটনাস্থলেই মারা যান। জনগণ তার লাশ উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। এছাড়া ঝড় শুরুর পর বিদ্যুৎ চলে যায়। শাজাহানপুরসহ বিভিন্ন স্থানে ক্ষেতের ধান, আমসহ বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। গাছ উপড়ে যাওয়ায় অনেক রাস্তায় যোগাযোগ বিঘ্নিত হয়।

এমএএস/এমএস