ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে চিয়ার আপ কনসার্টের জমজমাট প্রচার

প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৬ মে ২০১৭

প্রাণ-আরএফএল গ্রুপের কোমল পানীয় চিয়ার আপ মাদক ও জঙ্গিবাদবিরোধী কনসার্টের প্রচার প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে পটুয়াখালী। আগামী শুক্রবার বিকেল ৩টায় পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে মিডিয়া পার্টনার হিসেবে আছে জাগো এফএম ও জাগোনিউজ২৪ডটকম

Patuakhali

এদিকে শহরের বিভিন্ন স্থানে প্রাণ-আরএফএল গ্রুপের কোমল পানীয় চিয়ার আপ মাদক ও জঙ্গিবাদবিরোধী কনসার্টের ব্যানার ও মাইক সম্বলিত গাড়ি ও ভ্যান চলছে। এতে চলছে কনসার্টের প্রচার প্রচারণা। কনসার্টের সহযোগিতায় থাকছেন পটুয়াখালী পৌরসভার মেয়র।

Patuakhali

কনসার্টে গান পরিবেশ করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এফএ সুমন, রেসমী অ্যান্ড মাটি, মনির, লুবনা লিমি এবং উপস্থাপনায় থাকবেন মীরাক্কেল খ্যাত হৃদয়। এ কনসার্টে চিয়ার আপের লেবেল প্রদর্শন করলেই প্রবেশ ফ্রি।

Patuakhali

পটুয়াখালী টাউন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশুতোষ চন্দ্র ভদ্র জাগো নিউজকে বলেন, পটুয়াখালীবাসীর জন্য এটি খুশির সংবাদ। কারণ এই প্রথম মাদক ও জঙ্গিবাদবিরোধী কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টটি পটুয়াখালীবাসীর জন্য নব আনন্দ। এরকম অনুষ্ঠান হলে পটুয়াখালীবাসী নতুন নতুন বিনোদনের পথ খুঁজে পাবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/এমএস