শেরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি
শেরপুরে সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৬৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান সদর উপজেলার নলবাড়ী কান্দাপাড়া গ্রামের হুসেন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একখণ্ড জমি নিয়ে মতিউর রহমানের সঙ্গে তার চাচাতো ভাই ময়দান আলীর বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ময়দান আলীর গরু মতিউর রহমানের খেতের ধান খেয়ে নষ্ট করলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মতিউর রহমান মারা যান।
শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাকিম বাবুল/আরএআর/আরআইপি