রায়গঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খৈচালা গ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত ও অন্তত ১০জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ (৬০) একই গ্রামের মৃত আজিমুদ্দিন প্রামানিকের ছেলে। আহতদের মধ্যে হাসান আলী, হোসেন উদ্দিন ও আমজাদ হোসেনের অবস্থা গুরুতর। গুরুতর আহতদের পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান টি.এম. শফিকুল ইসলাম ঝন্টু জানান, একটি বিরোধপূর্ণ জমির দখল নিয়ে খৈচালা গ্রামের কৃষক আব্দুর রশিদের সাথে তার চাচাতো ভাই আমজাদ হোসেন ও তার পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে আমজাদ ও তার লোকজন ওই জমির দখল নিতে খেলে রশিদ ও তার ছেলেরা বাধা দেয়।
এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতিহাতি শুরু হয়। পরে উভয় পক্ষ লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এসময় আমজাদের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে রশিদসহ বেশ ক’জন আহত হয়। রশিদকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা হাসপাতালে নেবার পথে সে মারা যায়। এসময় রশিদের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে হোসেন, হাসান ও আমজাদকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। নতুন করে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাদল ভৌমিক/এসএস/পিআর