ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের অ্যাম্বুলেন্স চাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৭ মে ২০১৭

সিরাজগঞ্জে পুলিশের অ্যাম্বুলেন্সের চাপায় সাজ্জাদ হোসেন (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার সিরাজগঞ্জ-পুলিশ লাইন্স আঞ্চলিক সড়কের মাছুমপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন কালিয়া কান্দাপাড়া গ্রামের কিসমত হোসেনের ছেলে ও আশরাফুল মডেল স্কুল অ্যন্ড কলেজের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে আশরাফুল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ইমরুল মুন কায়সার জানান, সাজ্জাদ স্কুল শেষে বাড়ি ফিরার পথে রাস্তা পার হচ্ছিল। এ সময় পুলিশের একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর সে মারা যায়।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, স্কুলছাত্র রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম