ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহের জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা

প্রকাশিত: ০৯:৩১ এএম, ১৮ মে ২০১৭

ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আটজনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করে র্যা ব।

এ ঘটনায় আটক সেলিম ও প্রান্তকে থানায় সোপর্দ করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র্যা ব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মুনির আহমেদ।

তিনি জানান, গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে দুটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে র্যা ব। মঙ্গলবার অভিযানের শুরুতেই একটি বাড়ির বাঁশ বাগানে মাটির নিচ থেকে দুটি সুইসাইডাল ভেস্ট ও পিভিসি সার্কিট বোর্ড ১৮৬ টি, নিওজেল ১৮ টি, একটি এন্টি মাইন ও চার ড্রাম বোমা তৈরির রাসায়নিক কেমিকেল উদ্ধার করা হয় ।

মেজর মুনির আহমেদ আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় আলো স্বল্পতার কারণে ওই দিনের মত অভিযান স্থগিত করা হয়। পরে বুধবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা থেকে আসা র্যা বের বোম্ব ডিসপোজাল ইউনিট, কমান্ডো বাহিনী আবারও অভিযান শুরু করে। আড়াই ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয় উদ্ধার হওয়া দুটি সুইসাইডাল ভেস্ট ও এন্টি মাইন।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/জেআইএম