গৃহবধূকে গণধর্ষণের পর ভিডিও ধারণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণী গৃহবধূকে গণধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্লাকমেইলিং করার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ। পরে গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
আটকরা হলেন, ফতুল্লার মাসদাইর এলাকার আ. রশিদের ছেলে সোহেল (২২), মজিবুর হোসেনের ছেলে মিজানুর (১৮), তাজুল ইসলামের ছেলে নাজমুল (২৬) ও গলাচিপার খোকনের ছেলে সাগর (২৮)।
গণধর্ষণের শিকার গৃহবধূ জানান, তার স্বামী একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক। তিনি স্বামী-শাশুড়ির সঙ্গে মাসদাইর এলাকায় বসবাস করতেন। একই এলাকার আ. রশিদের ছেলে সোহেল পূর্ব পরিচিত হওয়ার সুবাদে তাকে ডেকে নিয়ে গলাচিপায় একটি বাসায় ইনজেকশন দিয়ে কয়েকজন মিলে গণধর্ষন করে ভিডিও ধারণ করেন। পরে ধারণকৃত ভিডিও স্বামীকে দেখাসহ ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে সোহেলসহ কয়েকজন মিলে একটি বাড়িতে নিয়ে আরো কয়েক দফা ধর্ষণ করেন। বিষয়টি তার স্বামী বুঝতে পেরে তালাক দেয়ার কথা বলায় এই ঘটনা স্বামীকে অবগত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত জাহান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। আর ঘটনার মামলা রুজু করে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআই