বাল্যবিয়ের খবর দিলেই ৫০০ টাকা!
প্রতীকী ছবি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন উপজেলার যে কোনো প্রান্ত থেকে বাল্যবিয়ের খবর দিলেই নগদ ৫০০ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন বলেন, উপজেলার ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভার যে কোনো প্রান্ত থেকে বাল্যবিয়ে হচ্ছে এমন খবর জানালে তাকে নগদ ৫০০ টাকা প্রদান করা হবে। গ্রাম পুলিশ অথবা যে কোনো ব্যক্তি মোবাইলে অথবা সরাসরি এমন খবর দিলেই এ টাকা পুরস্কার হিসেবে দেয়া হবে।
এছাড়াও কোনো অপ্রাপ্ত বয়সী শিক্ষার্থী বা যার বিয়ে হবে সে নিজে বাল্য বিয়ের খবর জানালে ওই শিক্ষার্থীর পরবর্তী লেখাপড়ার খরচ উপজেলা চেয়ারম্যান নিজে বহন করবেন বলে তিনি ঘোষনা দেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান।
তিনি বলেন, সভায় উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান বাল্যবিয়ের সংবাদ জানালে ৫০০ টাকা পুরস্কার দেয়ার আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছেন। এছাড়াও আমরা উপজেলা প্রশাসন আগে থেকেই মোবাইল কোর্ট পরিচালনার সম্মানি থেকে বাল্যবিয়ের সংবাদদাতাকে পুরস্কৃত করে আসছিলাম।
সভায় পৌর মেয়র আবু বাক্কার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন, ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাকিম বাবুল/আরএআর/জেআইএম