সৌহার্দ্য কর্মসূচির ফলে অভাবনীয় উন্নয়ন হয়েছে : হেলালুদ্দিন
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হেলালুদ্দিন বলেছেন, স্থানীয় সরকারের সৌহার্দ্য কর্মসূচির মাধ্যমে গ্রামাঞ্চলে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। অবকাঠামোগত, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের ক্ষমতায়ন হয়েছে। দারিদ্র দূর হয়েছে। যা সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের সহায়ক হিসেবে কাজ করছে।
বৃহস্পতিবার পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার অধীনে সৌহার্দ্য কর্মসূচি ২ এর বিভাগীয় ও জেলা উপদেষ্টা সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।
পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম, সৌহার্দ্য কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী খালেকুজ্জামান, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোল্লা মাহমুদ হাসান, সিভিল সার্জন ডা. সাদিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, পরিবার পকিল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. রাম দুলাল ভৌমিক।
সভায় পাবনার জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, তিন জেলার ইউএনওসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আখতারুজ্জামান আখতার/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি