বরিশালে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
বরিশাল-গোমা-বাকেরগঞ্জ সড়কের পেয়ারপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সদস্য মো. মনির (৩২) নিহত হয়েছেন। এসময় মিলন নামে তার এক বন্ধু গুরুতর আহত হন। বুধবার মধ্য রাতে তিনি মারা যান।
ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাছুম খন্দকার জাগো নিউজকে জানান, গত বুধবার রাতে মনির তার বন্ধু মিলনকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুত গতিতে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হন তিনি।
ওই রাতেই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শেষ রাতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আহত মিলন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাইফ আমীন/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি