ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় বজ্রপাতে মা-ছেলেসহ ৫ জনের মৃৃত্যু : আহত ৫

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৭ মে ২০১৫

কুমিল্লায় বজ্রপাতে মা-ছেলেসহ পৃথকভাবে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৫ জন। বৃহস্পতিবার বিকেলে জেলার বরুড়া, হোমনা ও তিতাসে পৃথক এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার কাচিয়াপুকুরিয়া গ্রামে বাড়ির পাশে বিকেল ৪টার দিকে সবজি ক্ষেতে কাজ করার সময় আবদুল মালেকের স্ত্রী ফয়জুন্নেসা (৬০), তার ছেলে মহসিন মিয়া (৪০) ও নাতি রবিউল (১০) বজ্রপাতে মারাত্মক আহত হয়।

এসময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে বৃহস্পতিবার বিকেলে জেলার হোমনা ও তিতাসে পৃথক বজ্রপাতে আরো ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের রামপুর গ্রামের আউয়াল বেপারীর ছেলে মো. আব্দুস সালাম (২৫) এবং তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামের মৃত মালু মিয়ার ছেলে মো. শাহজালাল (২২) ও যাত্রাবাড়ী গ্রামের শ্রীবাসের ছেলে সজল (১৮)।

বজ্রপাতে আহতরা হলেন, হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের আলগীরচর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. রুবেল (২০), একই উপজেলার বাগমারা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সোহেল মিয়া (২২) ও তিতাস উপজেলার যাত্রাবাড়ী গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে সুমন মিয়া (২৫) ও শ্রীবাসের ছেলে তপু (৩০)।

কামাল উদ্দিন/এমএএস/আরআইপি