ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে প্রাইভেটকার চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৯ মে ২০১৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রাইভেটকারের চাপায় অপরুপা সাহা (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কের শিমলা সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপরুপা রায়গঞ্জ উপজেলার শিমলা সাহাপাড়া গ্রামের তপন কুমার সাহার মেয়ে ও স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

রায়গঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বাড়ির পাশের জমি থেকে খড় নিয়ে রাস্তা পার হচ্ছিল অপরুপা সাহা। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে সে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস