গাছ বিক্রিতে বাধা দেয়ায় ৮ জনকে পিটিয়ে জখম
প্রতীকী ছবি
পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি বাগান বাড়ির গাছ বিক্রিতে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় আটজন গুরুতর জখম হয়েছেন। শনিবার সকালে উপজেলার মধ্য ধাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খলিলুর রহমান আকন ও সোহরাব আকন গংদের সঙ্গে প্রতিবেশী চাঁন মিয়া ও রুহুল আমিন গংদের একটি বাগান বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বিরোধকে কেন্দ্র করে আদালতে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি মৃত তফছের উদ্দিন আকনের ছেলে চাঁন মিয়া ও তার ভাই রুহুল আমিন বাগানের ১২৬টি গাছ আড়াই লাখ টাকায় বিক্রি করেন। গাছ বিক্রির পর বাদী সাকায়েত আকন আদালত থেকে গাছ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করান।
প্রতিপক্ষ চাঁন মিয়া ও রুহুল আমিন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার বাগান থেকে গাছ নামিয়ে নেয়ার সময় খলিল আকন গ্রুপ তাদের বাধা দেয়। এতে চাঁন মিয়া ও রুহুল আমিন লোকজন নিয়ে খলিল আকনদের ওপর ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে হামলা চালায়।
হামলায় গুরুতর আহত খলিলুর রহমান আকন (৫৫), হায়দার আকন (৩২), রুমি (৪৫) ,শাহনাজ (৩০), সাকায়েত (৬০), রুবি বেগমকে (৩০) বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত কোমেলা (৩৮) ও সোহবার আকনকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু বলেন, দুই গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের।
আহত সোহরাব হোসেনের ছেলে রোজাউল করিম জানান, হামলাকারী চাঁন মিয়া ও রুহুল আমিন বাংলাদেশ সেনা বাহিনীতে চাকরি করেন। ছুটি নিয়ে তারা বাড়ি এসে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাগানের গাছ বিক্রি করেছেন।
অপরদিকে সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় আহত সেনা সদস্য চাঁন মিয়া ও রুহুল আমিন শনিবার পিরোজপুর সদর হাসপাতাল ভর্তি হয়েছেন।
ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ আউয়াল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
হাসান মামুন/এএম/জেআইএম