ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের দুইদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২০ মে ২০১৭

ঝিনাইদহে নিখোঁজের দুই দিন পর রায়হান (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার ঝাপাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাবা মুকুল খার মৃত্যুর পর থেকে রায়হান তার মা তাসলিমার সঙ্গে নানা বাড়ি নারিকেলবাড়িয়ায় থাকতো। এ ঘটনায় পুলিশ নিহতের খালাতো ভাই রাসেলকে আটক করেছে।

ঝিনাইদহের নারিকেলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জোহা জানান, গত বৃহস্পতিবার খালাতো ভাই রাসেলের সঙ্গে খেলতে বের হয় রায়হান। এরপর ঝড়বৃষ্টি শুরু হলে রাসেল ফিরে আসলেও রায়হান ফেরেনি। দুই দিন খোঁজাখুঁজির পর শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রামবাসী একটি গলিত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই জোহা বলেন, এটা হত্যা না নদীতে ডুবে মৃত্যু তা বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারণ বলা যাবে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার ওই কিশোরের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/জেআইএম