ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, যুবলীগ নেতা আটক

প্রকাশিত: ০৪:২২ পিএম, ২০ মে ২০১৭

নওগাঁর বদলগাছীতে থানা পুলিশের নিয়মিত গাড়ি চেকিংয়ের সময় উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মিলন প্রামাণিকের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে থানায় হামলা চালানো হয়েছে। হামলায় ৩ এসআই ও এএসআইসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনায় যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মিলন প্রামাণিককে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আহতরা হলেন, এসআই আখতারুজ্জামান, নিপেন্দ্র নাথ, এএসআই আব্দুল্লাহ বাকী, কনস্টেবল নুরুজ্জামান, শেখ আব্দুল্লাহ, রফিকুল ও কনস্টেবল সুরুজ। আটক মিলন হোসেন একই উপজেলার চাকরাইল গ্রামের আবেদ আলীর ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার চাকরাইল গ্রামের একটি সড়কে পুলিশ নিয়মিত গাড়ি চেকিং করছিল। এসময় উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মিলন মোটরসাইকেলযোগে উপজেলা সদরে আসছিলেন। পুলিশ তাকে থামিয়ে গাড়ির বৈধ্য কাগজপত্র দেখতে চায়। কাগজপত্র বাড়িতে থাকার কথা বললে এক কনস্টেবল মোটরসাইকেলের পিছনে লাঠি দিয়ে বাড়ি মারে।

এসময় কর্তব্যরত এসআই আখতারুজ্জামানের সঙ্গে মিলনের বাকবিতণ্ডা হয়। এরপর মিলন সেখান থেকে গ্রামের লোকজন নিয়ে এসে পুলিশের ওপর চড়াও হয়। তখন পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে থানায় ফিরে আসে।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিলনসহ ১৫/২০ জন থানায় ভেতরে ঢুকে মোটরসাইকেলের চেন ও রড নিয়ে অতর্কিতে থানার গোলচত্বরে অবস্থানরত নিরস্ত্র ৬/৭ জন পুলিশকে আক্রমণ করে মারপিট শুরু করে। এ সময় পুলিশের চিৎকারে থানা ব্যারাকে অবস্থানরত পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মিলনকে আটক করে পুলিশ।

উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম বলেন, হাটের দিন হওয়ায় থানার পাশে অনেক মানুষ এসেছিল। তবে সেখানে দলের কেউ ছিল না। মিলন থানায় এসে সিনক্রিয়েট করার পর তাকে পুলিশ আটক করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মিলনকে আটক করা হয়েছে। পুলিশের কর্তব্য পালনে বাধা প্রদান করায় একটি মামলা হয়েছে। আজ রোববার মিলনকে নওগাঁ কোর্টে চালান করা হবে।

আব্বাস আলী/এফএ/এমএস