সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আটক
সাতক্ষীরায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ বিএনপির চার নেতাকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১২টার দিকে শহরের রাধানগর এলাকা থেকে এদের আটক করা হয়।
আটক অপর তিন নেতা হলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন বকুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল আহম্মেদ মানিক ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির ঘটনায় দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন শেষে বিএনপির এ চার নেতাকে আটক করা হয়।
আটক জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অহতেুক তল্লাশি চালায়। এরই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ কর্মসূচি শেষে শহরের রাধানগর এলাকা তাকে তাদের আটক করা হয়েছে।
নাশকতার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে জানিয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জাগো নিউজকে বলেন, আটকরা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদে এদের আটক করা হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস