ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ক্রিকেট ব্যাটের আঘাতে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৮ মে ২০১৫

গাইবান্ধা জেলা সদরে সরকারি শিশু পরিবারের (বালক) নিবাসী ইউসুফ আলী (৮) নামের প্রথম শ্রেণিতে অধ্যয়নরত এক শিশু গত বৃহস্পতিবার ক্রিকেট খেলা দেখার সময় মাথায় ব্যাটের আঘাত লেগে গুরুতর আহত হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) তার মৃত্যু হয়েছে।

ইউসুফ আলীর মা মোমিনা বেওয়া জানান, বৃহস্পতিবার বিকেলে শিশু পরিবারের মাঠে কিছু ছেলে ক্রিকেট খেলছিল। সে সময় ক্রিকেট ব্যাটটি খেলোয়াড়ের হাত থেকে ফস্কে মাঠে দাঁড়িয়ে থাকা ইউসুফের মাথায় আঘাত করে। তিনি জানান, তাদের বাড়ি গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামে। গত তিন বছর আগে তার স্বামী রজ্জব আলী মারা যান।

সরকারি শিশু পরিবারে শিশুদের ঠিকভাবে দেখাশুনা করা হয় না এবং মাঠে বহিরাগতরা এসে খেলা করে বলে অভিযোগ করে তিনি বলেন, ঠিকমত দেখাশুনা করলে এরকম ঘটনা ঘটত না।

গাইবান্ধা সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক গোলাম ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন,  ইউসুফ ক্রিকেট খেলছিল। এসময় ব্যাটের আঘাতে সে আহত হলে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ও পরে রমেক এ নেয়া হয়। শুক্রবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অমিত দাশ/এমজেড/এমএস