ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যেখানে দুর্ঘটনা মাথায় নিয়ে চলতে হয়

প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৮ মে ২০১৫

নড়াইল- নওয়াপাড়া সড়কের নড়াইল থেকে গোবরা পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক এখন চলাচলের অযোগ্য  হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। প্রতিনিয়ত এ সড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নড়াইল-নওয়াপাড়া সড়কের বাস চালক আশরাফ হোসেন জাগো নিউজকে বলেন, নড়াইল-নওয়াপাড়া সড়কটি দক্ষিণাঞ্চলে চলাচলকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি রাস্তা। কিন্তু র্দীঘদিন সড়কটি চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। ফলে এ সড়কে প্রায়ই বাসসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার স্বীকার হচ্ছে।

ভাড়াচালিত মোটর সাইকেল চালক শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, নড়াইল-নওয়াপাড়া সড়কটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়ে গেছে। নড়াইল থেকে গোবরা প্রায় ৬ কিলোমিটার এখন খানা খন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টি হলে রাস্তার উপর সৃষ্ট গর্ত পানিতে ভরে যায়। এসময় রাস্তা  দিয়ে চলাচল করা যায় না। প্রায়ই দুর্ঘটনায় মানুষ হতহত হচ্ছেন।

ইজিবাইক চালক দীপক বিশ্বাস জাগো নিউজকে বলেন, নড়াইল থেকে গোবরা পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। নড়াইল জেলার দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন নড়াইল শহরের সাথে প্রয়োজনীয় কাজসহ ব্যবসার উদ্দেশ্যে আসা যাওয়া করে থাকেন। অথচ এ সড়কটি দিয়ে চলাচল করতে পারছেনা মানুষ। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগীর দাবি জানান তিনি।

নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস জাগো নিউজকে বলেন, নড়াইল-গোবরা সড়ক সংস্কারের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্পটি পাশ না হলে সংস্কার কাজ করা যাচ্ছে না। তবে গাড়ি চলাচল যাতে বন্ধ না হয় সেজন্য বিভাগীয়ভাবে বিভিন্ন স্থানে সংস্কার কাজ করা হচ্ছে।

হাফিজুল নিলু/এমজেড/এমএস