পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মৌগ্রামে জিয়া হোসেন (২৭) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জিয়া উপজেলার মৌগ্রামের শাহাদুর রহমানের ছেলে। তিনি হলুদের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচণ্ড গরমের কারণে জিয়া তার নিজ বাড়ির সামনে একা বসেছিলেন। এ সময় ৪-৫ জন সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তার চিৎকারে স্বজনরা বাড়ির বাইরে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জিয়া হোসেনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার সময় পাননি পরিবারের লোকজন।
এ বিষয়ে আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা হত্যার খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। পরে বিস্তারিত জানাতে পারবো।
কারা, কী কারণে জিয়া হোসেনকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানায়, পূর্ববিরোধের জেরে তাকে হত্যা করেছে এলাকারই একটি পক্ষ।
একে জামান/এএম/আরআইপি