ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাঘাটার ঘুড়িদহ ইউপি নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৩:২২ পিএম, ২১ মে ২০১৭

হাইকোর্টে রিট আবেদনের প্রেক্ষিতে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেলে নির্বাচন স্থগিতের জন্য হাইকোর্ট থেকে একটি চিঠি এসেছে বলে জানান সাঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান।

সীমানা পুনর্বিন্যাস চেয়ে উপজেলার চিনিরপটল গ্রামের রেজাউল করিম নামের এক ব্যক্তির হাইকোর্টে রিট আবেদনের প্রেক্ষিতে এই নির্বাচন স্থগিত করা হয়। সম্প্রতি তিনি হাইকোর্টে ওই রিট আবেদনটি করেন।

সীমানা জটিলতার মামলায় দীর্ঘ ১৫ বছর পর আগামী ২৩ মে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কথা ছিল। এতে চেয়ারম্যান পদে ৬জন, সদস্য পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন।

আরএআর/জেআইএম