সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়ালের মৃত্যু
ফাইল ছবি
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে খোকন খাঁ (৫৮) নামের এক মৌয়াল নিহত হয়েছেন। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত খোকন খাঁ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আইজউদ্দিন খাঁর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবিয়ার রহমান জানান, বনবিভাগ থেকে পাশ নিয়ে খোকন খাঁ, আব্দুর রাজ্জাক, আলমগীরসহ কয়েকজন মৌয়াল তালপট্টি এলাকায় মধু সংগ্রহ করতে যান। ভোররাতে একটি বাঘ ঝাপিয়ে পড়ে খোকনকে তুলে নিয়ে যায়।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বলেন, ঘটনাটি কেউ এখনও জানাননি।
আকরামুল ইসলাম/এফএ/জেআইএম