ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২২ মে ২০১৭

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে শিশুটির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামের শহিদ মোল্লার ছেলে।

নিহত শিশুর বাবা শহিদ মোল্লা জানান, সোমবার সকালে জাহাঙ্গীর তার বন্ধুদের সঙ্গে খেলছিল। খেলা শেষে সে বাড়িতে আসে। এ সময় হঠাৎ করে টিনশেডের ঘরের সঙ্গে বিদ্যুতের তার লেগে যায়। ঘরে ঢুকতেই টিনের বেড়ায় হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।

রুবেলুর রহমান/আরএআর/এমএস