ভারড়া ইউপি নির্বাচন স্থগিত
নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন। রাত পোহালেই নির্বাচন। ঠিক সেই সময় নির্বাচনের একদিন আগে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত হয়ে গেল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৩ মে তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। সে মোতাবেক সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়।
ভারড়া ইউপির বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস মিয়া ওই ইউপির ভাঙনকবলিত ৮ ও ৯ নং ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ এবং ২৩ মে অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করেন।
রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাই কোর্টের একটি ডিভিশন ব্রেঞ্চ ভারড়া ইউপি নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত ঘোষণার আদেশ দেন।
এ সংক্রান্ত উচ্চ আদালতের আদেশের কপিসহ নির্বাচন কমিশন সচিবালয় (নিকস) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ এর সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত স্থগিতাদেশ সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে এসে পৌঁছে।
এর পর স্থগিত ঘোষণা করা হয় ভারড়া ইউপি নির্বাচন। ভারড়া ইউপি নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহীদ ইলাহী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল বাতেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, হাই কোর্টের রিট পিটিশনের আদেশ ও ভারড়া ইউনিয়ন পরিষদ ইউপির দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের গণবিজ্ঞপ্তির মাধ্যমে ভারড়া ইউনিয়নের ২৩ মের অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি