ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেয়রের দুর্নীতি বন্ধ করতে কাউন্সিলরের অভিনব কর্মসূচি

প্রকাশিত: ০১:১৫ পিএম, ২২ মে ২০১৭

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এবং সহকারী প্রকৌশলী বদিউজ্জামান ফারুকী জুয়েলের দুর্নীতি অনিয়মের প্রতিকার দাবিতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এক কাউন্সিলর।

সোমবার বেলা ১১টার দিকে শহরের ব্যস্ততম মুন্সিপাড়া এলাকার জেনারেল হাসপাতালের সম্মুখ সড়কের সামনে ট্রাফিক মোড়ে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আশরাফুল আলম রমজান এ প্রতিবাদ জানান।

Dinajpur

মেয়রের দুর্নীতি রোখার দাবিতে নিজের শরীরের সামনে ‘দিনাজপুর পৌর মেয়রের দূর্নীতি থামাবে কে’, ‘শরীরের পিঠের অংশে প্রশাসন ও পৌরবাসী নিরব কেন’ স্লোগান লিখে জাতীয় পতাকা হাতে সাড়ে ১২টা পর্যন্ত দেড়ঘণ্টা ধরে প্রখর রোদে দাঁড়িয়ে নিরব প্রতিবাদ জানান তিনি। এসময় সংহতি প্রকাশ করে তার পাশে দাঁড়ান পথচারিসহ ভুক্তভোগিরা।

Dinajpur

মেয়র এবং সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের ফিরিস্থি তুলে ধরেন প্রতিবাদী ওয়ার্ড কাউন্সিল আশরাফুল আলম রমজান।

কাউন্সিলর আশরাফুল আলম রমজান জানান, আগামীতে অন্যান্য কাউন্সিলর এবং নাগরিকদের সঙ্গে নিয়ে দুর্নীতি এবং অনিয়ম বন্ধের জন্য প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

Dinajpur

এসময় ভবন তৈরির প্লান অনুমোদন করতে সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ১০/১৫ হাজার টাকা করে ঘুষ দাবির অভিযোগ তুলেন ভুক্তভোগিরা। সেবা থেকে বঞ্চিত নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা।

এর আগেও দুর্নীতির অভিযোগে কাউন্সিলর আশরাফুল আলম রমজান মেয়র এবং প্রকৌশলীসহ হিসাব শাখার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছিলেন।

এমদাদুল হক মিলন/এমএএস/এমএস