ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় তক্ষকসহ আটক ৩

প্রকাশিত: ০৯:২৫ এএম, ০৯ মে ২০১৫

নেত্রকোনা পৌরসভার কমিশনার মালার কাটলীর বাসা থেকে বিলুপ্ত প্রজাতির বন্য প্রাণী তক্ষকসহ তিন প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নেত্রকোনা শহরের দক্কিণ সাতপাই এলাকার হাজী নজব আলীর ছেলে সিরাজুল ইসলাম, কলমাকান্দা উপজেলার সালেঙ্গা গ্রামের শাজাহান ও নারাণগঞ্জ জেলার ফতুল্লা থানার ঈসদাইর গ্রামের মো. আনসার আলীর ছেলে ফরিদ উদ্দিন।

আটকরা জানায়, তিন লাখ টাকা করে একেকটা তক্ষক বিক্রি করা হয়েছিলো। পরে টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা হওয়ায় পুলিশ তাদের আটক করে।

পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, আটকদের তক্ষকসহ আদালতে পাঠানো হয়েছে।

কামাল হোসাইন/এসএস/আরআই