ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

প্রকাশিত: ১০:০৮ এএম, ০৯ মে ২০১৫

দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর মহাসড়কে ধানের খড় শুকাতে গিয়ে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে আনজু আরা (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার সকাল ৯ টার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আনজু আরা ফুলবাড়ী পৌর এলাকার তেতঁলিয়া গ্রামের শাখাওয়াৎ হোসেনের স্ত্রী। সে বোরো ধানের খড় শুকাতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী ও ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ জানান,পার্বতীপুরগামী যাত্রীবাহী রেখা পরিবহনের একটি বাস তেতুলিয়া মোড়ে (জিয়ারমীল মোড়) এলাকায় পৌঁছে বোরো ধানের খড় শুকানো অবস্থায় গৃহবধু আনজু আরা বেগম (২৬) কে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক বাসটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এমদাদুল হক মিলন/এসএস/আরআই