ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০১:০০ পিএম, ২৩ মে ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আনোয়ারা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ২টায় উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের রতনদিয়া গ্রাম থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনোয়ারা বেগম কয়ড়া ইউনিয়নের রতনদিয়ার গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুল মান্নান দ্বিতীয় বিয়ের করার পর থেকেই প্রথম স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে গত সোমবার রাতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে রাতের কোনো এক সময়ে তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহটি ঘরে ঝুলিয়ে রেখে স্বামী মান্নান পালিয়ে যায়। বুধবার সকালে স্থানীয়রা নিহতের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বেলা ২টায় ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) সবুজ এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে নিহতের ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস