ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫
শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার মামলায় শহর যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকেলে বিচারিক আদালতে সোপর্দ করলে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, নালিতাবাড়ী শহর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, সোনালী ব্যাংক কর্মকর্তা মোফাজ্জল হোসেন, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাহারুল হক, শহরের ছিটপাড়া এলাকার অন্তর হোসেন (১৯) ও রানা মিয়া(১৯)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বিন্নিবাড়ী গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী তার অপর দুই সহপাঠীর সঙ্গে বরুয়াজানী বাজারের মেধাসিড়ি কোচিং সেন্টার থেকে পড়া শেষে বাড়ি ফিরছিল।
এসময় নালিতাবাড়ী পৌর শহরের ছিটপাড়া এলাকার অন্তর হোসেন (১৯) ও রানা মিয়া (১৯) নামে দুই যুবক চলন্ত মোটরসাইকেল থামিয়ে ওই কিশোরীকে হাতে ধরে টানা হেঁচরা ও শ্লীলতাহানীর চেষ্টা চালায়।
এসময় কিশোরী ও তার বান্ধবীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে। স্থানীয় লোকজন ওই দুই যুবককে আটক করে কাকরকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। পরে যুবকদের আটকের খবর পেয়ে নালিতাবাড়ী উপজেলার শহর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতু ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মোজহাররুল হক ও মোফাজ্জল হোসেনের সহায়তায় তাদের ছাড়িয়ে নিয়ে আসেন।
এ ঘটনায় সোমবার স্কুলচাত্রীর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় শ্লীলতাহানীর চেষ্টা ও সহায়তার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে থানা পুুলিশ অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেফতার করে।
নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত ৫ জনকে আদালতে সোপর্দ করলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
হাকিম বাবুল/এমএএস/এমএস