ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীর তিন ইউপিতে আ.লীগের প্রার্থীরা জয়ী

প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৩ মে ২০১৭

নোয়াখালীতে স্থগিত হওয়া তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন ও জেলা পরিষদ দুটি ওয়ার্ডে সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে নোয়াখালী জেলা পরিষদের সদস্য পদে ৬ নং ওয়ার্ড  থেকে জি এস মোশারেফ হোসেন ও ৯ নং ওয়ার্ডে কামাল উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া জেলার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী তোফাজ্জল হোসেন বাবলু, বেগমগঞ্জ উপজেলার ৯ নং মিরওয়ারিশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শাহজাহান সাজু এবং সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবদুল ওহাব বিএসসি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তবে, সেনবাগের ৫ নং অর্জুনতলা ইউনিয়নের মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট শুরুর আগে ব্যালটে মিল মারা, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া এবং মারধর করে তিনটি মোবাইল সেট নিয়ে যাওয়াসহ ব্যাপক অনিয়মের অভিযোগে বিএনপির চেয়ারম্যান পদে প্রার্থী শাহাদাত হোসেন সাধন সকাল ১১টায় নির্বাচন বর্জন করেন।

এছাড়া বেগমগঞ্জসহ বিভিন্ন কেন্দ্রে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মিজানুর রহমান/এএম/আরআইপি