রাজবাড়ীতে চার খুন মামলার অাসামি গ্রেফতার
রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে জেলা সদরের অাগমাড়াই এলাকা থেকে চারটি খুনের মামলার আসামি ও চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কউিনিস্ট পার্টির (এনবিআরএম) সদস্য আলমগীর খানকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে দাদশী ইউপির অাগমাড়াই মাইন উদ্দিনের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আলমগীর জেলা সদরের বরাট ইউনিয়নের মোসলেম খানের ছেলে।
রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ অাবুল বাশার মিয়া জানান, পুলিশ সুপার সালমা বেগমের নির্দেশনায় রাজবাড়ী থানার ইনস্পেক্টর (তদন্ত) কামাল হোসেন ভুইয়া, এসআই জাহিদ হোসেন, এএসআই জাকিরসহ সংঙ্গীয় পুলিশ সদস্যরা জেলা সদরের দাদশীর অাগমাড়াই এলাকা থেকে আলমগীরকে গ্রেফতার করেছেন।
আলমগীর একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০১০ সালে জেলা সদরের বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে সংঘঠিত ফোর মার্ডার মামলা রয়েছে বলে জানান তিনি।
রুবেলুর রহমান/এফএ/আরআইপি