ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অপহৃত ভারতীয় নাগরিক উদ্ধার করে পুরস্কৃত হলেন ঝিনাইগাতীর ওসি

প্রকাশিত: ০৪:১৬ এএম, ২৪ মে ২০১৭

মুক্তিপণের দাবিতে ভারতের শিলং থেকে অপহরণ করে আনা এক ভারতীয় কিশোরকে উদ্ধার ও অপহরণকারী চক্রকে গ্রেফতারে বিশেষ ভূমিকা রাখায় শেরপুরের ঝিনাইগাতী থানার ওসি মিজানুর রহমান ও তার টিমকে পুরস্কৃত করা হয়েছে। অভিনন্দন বার্তার সঙ্গে মিলেছে নগদ অর্থ পুরস্কার।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণির নিকট পুরস্কার প্রদান করেন। পরে সন্ধ্যায় পুলিশ সুপার রফিকুল হাসান গণি প্রংশসাপত্র ও নগদ অর্থ ওসি মিজানুর রহমানের হাতে তুলে দেয়া হয়।

পুরস্কার প্রদানের সময় শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং ওই অভিযানে অংশগ্রহণকারী ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম, উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন, পুলিশ কনস্টেবল সুরুজ মিয়া, সামিউল ইসলাম, আবুল বাশার উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এসপি রফিকুল হাসান গণি স্যারের সরাসরি দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম স্যারের পরামর্শে আমার টিম মেম্বারদের সহযোগিতায় এ অভিযান সফল হয়। পুলিশ বিভাগের পক্ষ থেকে প্রশংসাপত্র ও নগদ অর্থ পুরস্কার পেয়ে নিজেকে ধন্য মনে করছি। যতদিন এ পেশায় রয়েছি সৎ ও দায়িত্ববান হিসাবে দায়িত্ব পালন করব, ইনশাল্লাহ।

উল্লেখ্য, গত ১৫ মে (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতী উপজেলার আহমদ নগর এলাকা থেকে অপহৃত ভারতীয় কিশোর ডেগিড বাসাইএমওয়েটকে (১৭) উদ্ধার ও অপহরণকারী আলআমিন আলমকে (৩০) গ্রেফতার করা হয়। ডেগিড বাসাইএমওয়েট ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের মেরাইং গ্রামের রিজয় বাসাইএমওয়েটের ছেলে।

হাকিম বাবুল/আরএস/আরআইপি