ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড
প্রতীকী ছবি
নেত্রকোনার পূর্বধলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে পূর্বধলার শালদিঘা গ্রামের মৃত মিরাশ আলীর ছেলে বাবুল মিয়াকে (৩০) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম নমিতা দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাবুল মিয়া গত ছয় মাস ধরে ওই মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ নিয়ে মেয়েটির মা-বাবা বাবুলের পরিবারের লোকজন ও গ্রামের মাতবরদের কাছে বিচার চেয়েও কোনো কাজ হয়নি। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ করেন।
এদিকে ওই দিন সন্ধ্যা ছয়টায় ছাত্রীটি মাদরাসা ছুটির পর প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে বাবুল মেয়েটিকে উত্ত্যক্ত করলে মেয়েটির চিৎকারে এলাকাবাসী এসে বাবুলকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পরে রাত ১০টার দিকে বাবুল মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে জানান, বাবুল নামের ওই যুবক দীর্ঘ দিন ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল রাতে দণ্ডবিধি ৫০৯ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
কামাল হোসাইন/এফএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান