লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি
রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামে অস্ত্রের মুখে শুক্রবার গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। পরিবারের সদস্যদের বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছেন ডাকাত দল।
ক্ষতিগ্রস্থ প্রবাসীর শ্যালক ওমর ফারুক মিরাজ জাগো নিউজকে জানান, উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের ওষন গাজী মিজি বাড়ির কুয়েত প্রবাসী কামাল উদ্দিন বাহারের বাড়িতে রাত ২টার দিকে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে একদল ডাকাত প্রবেশ করে। এসময় তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বেঁধে ফেলেন। পরে তারা নগদ ৩০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন সেটসহ দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছেন। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হবে না বলে তারা হুমকি দিয়ে যান।
এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আলম মামুন ভূঁইয়া বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। তবে খোঁজ-খবর নেয়া হবে। এদিকে চুরি হলেও মানুষ ডাকাতি হয়েছে বলে প্রচার করে বলে তিনি দাবি করেন।
কাজল কায়েস/এমজেড/আরআইপি