ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ৪

প্রকাশিত: ০৯:১৩ এএম, ১০ মে ২০১৫

সিরাজগঞ্জের এনায়েতপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সময় দেশীয় পিস্তল, গুলি ও ইয়াবাসহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এরা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা এবং সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন, বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে পলাশ (২৫), এনায়েতপুর থানার খোকশাবাড়ি গ্রামের আব্দুস সামাদ মেম্বারের ছেলে কোমেদ আলী (৩৫), খুকনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি একই গ্রামের আলতাফ সরকারের ছেলে মাদক সম্রাট বলে পরিচিত ইকতিয়ার সরকার (৩০), মোস্তফা সরকারের ছেলে শহিদুল সরকার (৩০)। আটকের সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ১টি গুলি, ২ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, রোববার ভোর রাতে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের থানার খামারগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে থানার এসআই আমবার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী পলাশ এবং কোমেদ আলীকে আটক করে।

তিনি আরো জানান, পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী সহযোগী ইকতিয়ার এবং কোমেদ আলীকে আটক করে পুলিশ। আটকদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এদের থানায় এনে জিজ্ঞাবাসাদ করা হচ্ছে। পরে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হবে।

বাদল ভৌমিক/এমজেড/আরআই