চেয়ারম্যানের ওপর মেম্বারের হামলা, আহত ৮
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
প্যানেল চেয়ারম্যান নির্বাচনের জের ও জেলেদের চাল বিতরণ করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে পরিষদের ইউপি সদস্য (মেম্বার) ইছমাইল অনুসারীদের নিয়ে এ হামলা চালায়।
এতে প্যানেল চেয়ারম্যান আবু ছিদ্দিকসহ আটজন আহত হয়। এ সময় ভাঙচুর করা হয়েছে পরিষদের সচিবের কক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্যানেল চেয়ারম্যানকে উদ্ধার করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আবু ছিদ্দিক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য, ইসমাইল ২ নম্বর ওয়ার্ডের সদস্য। গত ২০ মে পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
আহতরা হলেন আবু ছিদ্দিক, গ্রামপুলিশ রফিকুল ইসলাম মানিক, স্থানীয় মাইন উদ্দিন, মো. সিরাজ, আনোয়ার হোসেন, কামাল ও রফিক উল্যা।
এ সময় উত্তেজিত হয়ে টেবিলের ওপরের কাচ ভাঙতে গিয়ে ইসমাইল মেম্বারের হাতের আঙুল কেটে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে ইসমাইলের সঙ্গে আবু ছিদ্দিকের মতবিরোধ দেখা দেয়। ঘটনার সময় জেলেদের চাল বিতরণের সময় তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ইসমাইল ফোন করে তার লোকজন নিয়ে হামলা চালায়। এতে আবু ছিদ্দিকসহ অন্যরা আহত হয়।
আবু ছিদ্দিক বলেন, পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে আমি জয়ী হই। হেরে যাওয়ার পর থেকে তিনি আমাকে হুমকি দিয়ে আসছে। চাল বিতরণের সময় আমার ওপর দুই দফা হামলা চালানো হয়। একপর্যায়ে টেবিলের কাচ ভেঙে আমাকে হত্যার চেষ্টা চালায়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
মো. ইসমাইল মেম্বার বলেন, জেলেদের ভিজিএফ’র চাল বিতরণ ওজনে কম দেয়ায় আমি প্রতিবাদ করি। এতে তিনি আমার ওপর হামলা করে।
চর লরেন্স ইউনিয়নের ট্যাগ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) উপজেলা রিসোর্স সেন্টারের পরিদর্শক জায়েদুল ইসলাম বলেন, আমার উপস্থিতে চাল বিতরণ চলছিল। ওজনে কম দেয়ার কথা সঠিক নয়। এ সময় প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে ঝামেলা বাধলে চাল বিতরণ করা বন্ধ রাখা হয়।
চর লরেন্স ইউনিয়নের চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন বলেন, প্যানেল চেয়ারম্যান নির্বাচনের জের ধরে আবু ছিদ্দিকের ওপর হামলা করা হয়েছে। এ সময় পরিষদের সচিবের কক্ষ ভাঙচুর করা হয়।
কমলনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্যানেল চেয়ারম্যানকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এএম/আরআইপি