ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাকশী হতে পারে একটি পর্যটন নগরী

প্রকাশিত: ১০:২৪ এএম, ১০ মে ২০১৫

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পদ্মা নদী বিধৌত পাকশীতে গড়ে উঠতে পারে একটি দর্শনীয় পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে শত বছর পুরনো সারি সারি কড়ই গাছ। যেন প্রকৃতির এক বিস্তীর্ণ সৌন্দর্য অঞ্চল। আশপাশের জংলি ফুলে ঝাঁক ঝাঁক রঙিন প্রজাপতি। সামনে হার্ডিঞ্জ ব্রিজ, পাশেই লালনশাহ সড়ক সেতু। বিস্ময় নিয়ে শত বছরের ঐতিহ্য ও ইতিহাস সমৃদ্ধ দেশের একমাত্র বৃহৎ রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ভিড় জমান হার্ডিঞ্জ ব্রিজ ও লালনশাহ সেতু এলাকায়।

ঈশ্বরদীতে প্রাকৃতিক শোভা ও সৌন্দর্যের লীলাভূমি পদ্মার পাড় ঘেঁষে গড়ে ওঠা পাকশীর জোড়া সেতু এলাকার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে ছুটে আসেন। দেশের বৃহত্তম রেলওয়ে হার্ডিঞ্জ ব্রিজ ও লালনশাহ সেতুর অপরূপ দৃশ্য এবং ইতিহাস আর কিংবদন্তী নিয়ে পাবনার মানচিত্রে স্ব-গর্বে দাঁড়িয়ে থাকা পাকশীকে পর্যটন এলাকা হিসেবে পরিকল্পিতভাবে গড়ে তোলা হলে তা থেকে সরকার যেমন রাজস্ব পেতে পারে ঠিক তেমনি ভ্রমণ পিপাসু মানুষেরা আরও গভীর মুগ্ধতায় পাক্শীর রূপ সৌন্দর্য অবলোকন করতে পারবেন।

অনেক আগে থেকেই এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়া হলেও তার অগ্রগতি হয়নি। বিভাগীয় রেল শহর, জোড়া সেতু এবং প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে পাকশীতে বহু অবকাঠামো নির্মিত হয়েছে। সরকারি উদ্যোগে তেমন উল্লেখযোগ্য কোন স্থাপনা গড়ে না উঠলেও ব্যক্তি উদ্যোগে পাকশীতে ছোট পরিসরে `পাকশী রিসোর্ট` নামের একটি পর্যটন এলাকা গড়ে তুলেছেন।

পর্যটন কেন্দ্র নির্মিত হলে এখানে ভ্রমণ পিপাসুদের আনাগোনা অনেকাংশে বৃদ্ধি পাবে। এদিকে ঈশ্বরদীর সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পাকশীতে বেড়াতে আসা পর্যটকরা বলেন, পরিকল্পিতভাবে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে পদ্মা বিধৌত শহর পাকশীর রূপ মাধুর্যের পূর্ণতা আসবে। পাকশীর জোড়া সেতু এলাকায় প্রতিদিন শত শত মানুষ সৌন্দর্য উপভোগ করতে আসেন। পরিবার নিয়ে আসা শিশুরা এখানে এসে মুক্ত বাতাসে ছোটাছুটি করে আনন্দ পায়। রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় অফিস এই পাক্শীতে অবস্থিত হওয়ায় এখানে দর্শনার্থীর ভিড় বরাবরই বেশি।

লালনশাহ সেতু নির্মাণের পর এ ভিড় আরও বৃদ্ধি পেয়েছে। লালন শাহ সেতু নির্মাণের কারণে এখানে প্রকল্প অফিস, ফরেন কনসালটেন্স অফিস, অফিসার্স রেসিডেন্সিয়াল এরিয়া, রেস্ট হাউজসহ নানা রকম অবকাঠামো গড়ে উঠেছে। যা পাকশীর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে যুক্ত হয়ে দর্শনার্থীদের চাহিদাকে বাড়িয়ে দিয়েছে। অপরদিকে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পাকশীর রূপপুরে নির্মিত হচ্ছে যার মধ্য দিয়ে ঈশ্বরদীর গুরুত্ব ও সৌন্দর্য অবলোকনের জন্য পর্যটন কর্পোরেশনের মাধ্যমে পাকশীতে সরকারি বা বেসরকারি উদ্যোগে পরিকল্পিতভাবে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা খুবই জরুরি হয়ে পড়েছে।

আলাউদ্দিন আহমেদ/এমজেড/আরআইপি