ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সম্পর্ক মেনে না নেয়ায় প্রেমিক যুগলের আত্মহত্যা

প্রকাশিত: ১০:৩০ এএম, ১০ মে ২০১৫

জামালপুরের ইসলামপুর উপজেলায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে প্রেমিক যুগল। ভালোবাসার সম্পর্ক দুই পরিবার মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ইসলামপুর উপজেলার চরপুটিমাড়ি ইউনিয়নের ডিগ্রিরচর দক্ষিণপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে বাবুর (১৮) সঙ্গে একই গ্রামের সাইদুর রহমানের মেয়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রী পাশলার (১৩) ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। তারা সম্পর্কে একে অপরের খালাতো ভাই-বোন। বাবু ঢাকায় দিন মজুরের কাজ করতো বিধায় মোবাইলেই তাদের মধ্যে কথোপকথন চলতো।

গত চারদিন আগে বাবু গ্রামের বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর বাবু এবং পাশলা দু’জন বিয়ে করবে বলে পরিবারকে জানায়। কিন্তু, তাদের এ সম্পর্ক দুই পরিবার মেনে নেয়নি। এরপর রোববার সকালে বাড়ির পাশের এক বাঁশঝাড়ে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাদের দু’জনের লাশ পাওয়া যায়।

খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিন-ই-আলম জানান, প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক রহস্য বেড়িয়ে আসবে।

শুভ্র মেহেদী/এমএএস/আরআইপি